Purchase!

জলের লেখা

কোথায় যেন পড়েছিলাম, ভালোবাসা এক অসুখেরই নাম। কিন্তু প্রেমিকমাত্রই জানেন এ অসুখের সুখ সীমাহীন। মহিউদ্দিন তাহেরের ‘সুখের অসুখ’ কবিতাটা পড়তে গিয়ে এমনটাই মনে হলো।
By মহিউদ্দিন তাহের
Category: কবিতা
Paperback
Ebook
Buy from other retailers
About জলের লেখা
“নিয়ত কাজের কিছু ভুল হয়ে যায়
অকাজের বাজে কিছু ধরে রাখি
ঘুমোনোর প্রয়াসেই জেগে থাকি
এমনি নিবিড় যেন ভালোবাসি, হায়
জানি না সে কারে, কবে, কখন, কোথায়।” (-সুখের অসুখ)

কোথায় যেন পড়েছিলাম, ভালোবাসা এক অসুখেরই নাম। কিন্তু প্রেমিকমাত্রই জানেন এ অসুখের সুখ সীমাহীন। মহিউদ্দিন তাহেরের ‘সুখের অসুখ’ কবিতাটা পড়তে গিয়ে এমনটাই মনে হলো। আরো মনে হলো, এই মানুষটি, মানে এই কবি মানুষটি মূলত প্রেমিক, ভীষণ প্রেমিক। ‘আরাধ্য সুন্দর’কে খুঁজে ফেরেন তিনি। ‘শিশিরের স্বপ্ন’ দেখেন তিনি। প্রেমিক এই কবির প্রেম ও বিষাদের স্বরলিপি আরও বেশি করে বেজে ওঠে ‘পত্রালাপ’ সিরিজে।

“তুমি জানো না, যেন তুমি আমার হৃদয়ের শেষতম গভীরে শেকড় বিস্তৃত করেছ এমনভাবে, যেখান থেকে তোমাকে উপড়ে ফেলার উপায় শেষ। কারণ, উপড়ে ফেলতে গেলে হৃদয় শুদ্ধ উপড়ে আসবে শতধা বিক্ষত হয়ে। তুমি আমার আমরণ ভালোবাসার একক মালিকানা পেয়ে গেছ।” (পত্রালাপ—৫)

এটা বেদনাদায়ক, এটা আপত্তিকর যে মহিউদ্দিন তাহেরের কাছ থেকে আমরা একক বই করার মতো প্রেমের কবিতা পেলাম না। এমন বিশ্বাস হয়, তিনি প্রেমে মগ্ন থাকলে, একটি বৃহৎ পরিসরে একজন প্রেমিকের হৃদয়লিপির আরো খোঁজ পাওয়া যেতো।

কখনো কখনো বহুমাত্রিকতা সাধারণ পাঠককে অনেক পথ ঘুরিয়ে মারে। মহিউদ্দিন তাহের কি কোনোভাবে পাঠককে অনেকটা ভ্রমণে পাঠাতে চান।

তাঁর কবিতার বিচিত্র ক্যানভাস দেখে আপাতত তাই মনে হয়। প্রেমের পাশেই তিনি দ্রোহ, সমাজ, রাষ্ট্রভাবনাকে সাজিয়ে দেন। তাঁর একটি কবিতায় পাই-

“স্বাধীনতা মানে স্বৈর এবং রাজাকারে মাখামাখি
লীগ—দলে ভাগাভাগি দেশে শুভঙ্করের ফাঁকি” (স্বাধীনতা আজকাল)

এই উচ্চারণে দেশপ্রেমের অন্যপিঠে উঠে আসে দ্রোহ আর ক্রোধ। এই কবির কাছ থেকেই আমরা ‘মেঘলামতি বাংলাদেশ’ কিংবা ‘ও বাঙালি বাংলা বলো’র মতোও কবিতা পেয়ে যাই।

ব্যক্তিজীবন, রাষ্ট্রভাবনা, দেশপ্রেম, অন্য কোনো অনুভব, যা কিছুই লেখেন, মহিউদ্দিন তাহের বৈচিত্র্যের পাশাপাশি পরিমিতি বোধও ধারণ করেন। তাঁর অণুকাব্যগুলো যেন বিন্দুর মাঝেই সিন্ধুর সাজ।
Creative Dhaka
  • Copyright © 2025
  • Privacy Policy Terms of Use